স্বপ্ন (ভিশন)
এমন একটি একীভূত সমাজ যেখানে সকল নাগরিকের মতো শ্রবণ ও বাক প্রতিবন্ধী ব্যক্তিদেরও আছে সমঅধিকার, সম মর্যাদা ও সমসুযোগ । তাদের প্রতিবন্ধিতা, নিজস্ব ভাষা ও সংস্কৃতি নিয়ে শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিগন বাঁধা ও বৈষম্যহীন পরিবেশে স্বাধীন, স্বাবলম্বী এবং মর্যাদাপূর্ণ জীবন যাপন করে
লক্ষ্য (মিশন)
শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠিত করে বাংলা ইশারা ভাষার বিকাশ, দোভাষী সেবার ব্যবস্থা করা, শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, স্বাস্থ্য কর্মসংস্থান, ক্রীড়া ও বিনোদনসহ মৌলিক চাহিদা পূরণের লক্ষ্য দক্ষতা ও সক্ষমতা উন্নয়ন করা। এবং অধিকার আদায়ে অ্যাডভোকেসি করা।