Skip to main content

ফেনী জেলা শ্রবণ ও বাক প্র‌তিবন্ধী উন্নয়ন সংস্থা

বাংলাদেশের ফেনী জেলায় কর্মরত একটি শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন (ডিপিও)

Skip Menu

ভূমিকা

ফেনী জেলা শ্রবণ ও বাক প্র‌তিবন্ধী উন্নয়ন সংস্থা বাংলাদেশের ফেনী জেলায় কর্মরত একটি শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন (ডিপিও)। সংগঠনটি ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়। স্থানীয় শ্রবণ ও বাক প্রতিবন্ধীদের নিজ উদ্যোগে সংগঠিত হয়ে গড়ে ওঠা এই সংগঠনে বর্তমানে ১১০ জন সাধারণ সদস্য রয়েছেন; যার মধ্যে পুরুষ ৭০ জন এবং নারী ৪০ জন। সংগঠনের গঠনতন্ত্র অনুসারে ২১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির তত্ত্বাবধানে সাধারণ সম্পাদক/ সভাপতির দিকনির্দেশনায় কর্মী ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে সংগঠনের কার্যক্রম বাস্তবায়িত হয়ে থাকে।

শ্রবণ প্রতিবন্ধী পুরুষ এবং নারীদের প্রত্যক্ষ অংশগ্রহণে সরকারি ও বেসরকারি সংগঠনে সহযোগিতায় শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা ও জীবনমান উন্নয়নে সংগঠনটি কাজ করছে। এছাড়া প্রতিবন্ধিতা অন্তর্ভূক্তি কর্মসূচিসমূহে শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের সক্রিয় ও ফলপ্রসূ অংশগ্রহণ নিশ্চিতকরণ, সক্ষমতা বৃদ্ধি ও কারিগরী সহায়তা প্রদানের লক্ষ্যে মূলধারার উন্নয়ন সংগঠনসমূহের সাথে অংশীদারিমূলক কর্মকাণ্ডে সংগঠনটি সচেষ্ট।

এসডিজি অর্জন

যে সকল টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে কাজ করছি:

লক্ষ্য ১: দারিদ্র বিমোচন
লক্ষ্য ২: ক্ষুধা মুক্তি
লক্ষ্য ৩: সুস্বাস্থ্য ও কল্যাণ
লক্ষ্য ৪: মানসম্মত শিক্ষা
লক্ষ্য ৫: নারীপুরুষের সমতা
লক্ষ্য ৮: যথোপযুক্ত কর্ম
লক্ষ্য ১৩: জলবায়ু পরিবর্তন
লক্ষ্য ১৬: শান্তি ও ন্যায্যতা

গুরুত্বপূর্ণ তথ্যসূত্র

জাতীয় আইন ও নীতিমালা

টেকসই উন্নয়ন লক্ষ্য

প্রতিবন্ধিতা:

প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন (ডিপিও)

অনলাইনে শেখা

তথ্যসমূহ